রামেক হাসপাতালে ১৫ ছাত্রলীগ নেতাকে শাস্তি প্রদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রামেক হাসপাতালে ১৫ ছাত্রলীগ নেতাকে শাস্তি প্রদান

রামেক হাসপাতালে ১৫ ছাত্রলীগ নেতাকে শাস্তি প্রদান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে ১৫ ছাত্রলীগ নেতাকর্মীসহ ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শাস্তি প্রদানের এই সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞাপন

শাস্তিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন- জাকির হাসান অমি, শাহরিয়ার রহমান সিয়াম, আশিক রেজা, সাদমান সাকিব রক্তিম, শুভ কুমার মন্ডল, জয়দেব কুমার সাহা, গৌরব কুমার সাহা, আসিফুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন বর্ষণ, নাহিদ হাসান, রাইদা রশিদ ত্বাহা, মাহদিন আহমেদ খান, মিজানুর রহমান, এবং মুক্তার আলী। এই সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

তাদের শাস্তির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন, রামেকের হাসপাতালে জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা সিট বাণিজ্য, রেগিং এবং শিক্ষার্থীদের নির্যাতনের মতো গুরুতর অপরাধে লিপ্ত ছিল। এছাড়া, জুলাই মাসের ছাত্র অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করতেও তারা ভূমিকা রেখেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেয়।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও বলেন, তাদের বিভিন্ন কার্যকলাপ হাসপাতালের শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করেছে এবং হাসপাতালের মানমর্যাদা ক্ষুণ্ণ করেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ দৃষ্টান্তমূলক এই শাস্তি ব্যবস্থা গ্রহণ করেছে, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের আচরণ করতে সাহস না পায়।