বাকৃবিতে 'নবারুণে নবান্ন' আয়োজন করছে টিম উৎসব

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা চিরায়ত নবান্নের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে আগামী ০৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টিম উৎসব-এর আয়োজনে 'নবারুণে নবান্ন ১৪৩১' আয়োজিত হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাফসান জানি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংগঠনটির সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, জুন মাসের রোদ্দুর সমাচারের পর আবারো টিম উৎসব নিয়ে আসছে নবারুণে নবান্ন ১৪৩১। এই অনুষ্ঠানে থাকছে কৃষক র‍্যালি, ফটো এবং আর্ট এক্সিবিশন। এছাড়াও সাংস্কৃতিক আয়োজন ও গ্রামীণ খেলার সাথে ক্ষুদে চালের ভাতের আয়োজনও রয়েছে।

এবারের নবান্ন অনুষ্ঠানে- ক্যামেরায় নবান্ন ও তুলিতে নবান্ন'র আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও থাকবে। অনুষ্ঠানটির গিফট স্পন্সর হিসেবে থাকছে আরবান ফারমার্স, ইউনিক কেনাকাটা, এভিওথিক আরতিস্ট্রি ও হাওয়াই মিঠাই।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানটির প্রিমিয়াম পার্টনার হিসেবে রয়েছে এসিআই মটরস ও ওসমিয়াম।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সবুজ বাংলাদেশ ২৪.কম, ঢাকাপোস্ট ও এগ্রিলাইফ।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাফসান জানি বলেন, টিম উৎসব মানেই ক্যাম্পাসকে উৎসবমুখর রাখা। নতুন ধানকে আপন করে নিতেই নবান্নের এই আয়োজন। বিভিন্ন অঞ্চলের নবান্নের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে এবারের আয়োজনে।