বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা৷ 

বিজ্ঞাপন

এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান শাহরিয়ার,যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব হিসেবে নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নাকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান। মুখপাত্র হিসেবে রয়েছেন মালিহা নামলাহ। 

বিজ্ঞাপন

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন এবং গালিব হাসান। কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন আরিফ সোহেল ও মেহেরাব সিফাত।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দেশব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ শাখাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা সবসময়ই মনে করে গণঅভ্যুত্থান একটি স্পিরিট এবং এটি রক্ষায় সচেষ্ট থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তার রক্ষা করার চেষ্টা করব। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমরা চেষ্টা করব সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাতে সাধারণ জনগণের সর্বাধিক গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হতে পারে।

নবগঠিত কমিটির সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, জাহাঙ্গীরনগরে আমরা ইতোমধ্যে ফ্যাসিবাদের প্রশ্নে ১০ দলের সমন্বয়ে ঐক্যের ডাক দিয়েছি। এটা অবশ্যই বৈষম্যবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ। জাবিতে ফ্যাসিবাদী শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে। এতদিন অর্গানোগ্রাম না থাকায় আমাদের কাজের ধীরগতি ছিল। ফ্যাসিবাদ প্রশ্নসহ সংস্কার ও ক্যাম্পাসকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা নতুন উদ্যমে নিরলসভাবে কাজ করে যাব৷