আমার কোনো ব্যক্তিগত সাংবাদিক গ্রুপ থাকবে না : ইবি উপাচার্য

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিক গ্রুপ থাকবে না/ছবি: সংগৃহীত

সাংবাদিক গ্রুপ থাকবে না/ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আমার কোনো ব্যক্তিগত সাংবাদিক গ্রুপ থাকবে না’।

তিনি বলেন, প্রশাসনের কিছু সুবিধাবাদী ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিষ্কলুষ মনকে কলুষিত করে। আমার পক্ষ থেকে সাংবাদিকদের দূষিত করার কোনো প্রচেষ্টা থাকবে না।

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ভুলকে ধরিয়ে দেয়ার জন্য তোমরা লিখবে, আমার কোনো আফসোস নেই। সেই কাজটি তোমরা করবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, মানুষের স্বার্থে, জনমানুষের কল্যাণের জন্য, অত্র এলাকার উন্নয়নের জন্য। তবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য আমার কাছে সকল সাংবাদিকের অ্যাক্সেস থাকবে। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার আহবান জানান তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির 'কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৪' -এর নির্বাচনের ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন।

বিজ্ঞাপন

টিএসসিসি’র রিপোর্টার্স ইউনিটির কক্ষে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ৩:৩০ মিনিটে ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে শুরু এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, আইসিটি পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রনেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর আরও বলেন, ইসলামী বিশ্বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের একটি বিশেষ ভূমিকা আছে। কোনো ব্যক্তি বিশেষের দোষ বের করার জন্য নয়, সামগ্রিক কল্যাণের জন্যই সাংবাদিকতা। সাংবাদিকতার প্রধান কাজ হলো সত্যকে তুলে আনা। শব্দসৈনিকদের কোনো রকম অসততা, স্বেচ্ছাচারিতা, মিথ্যাচার, লেজুড়বৃত্তি, প্রভুত্ব সৃষ্টির সুযোগ নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যেহেতু তোমরা সত্য অনুসন্ধান করো, অতএব তোমরা বিশ্ববিদ্যালয়ের ইমেজ বিল্ডিং এর কাজটি কর।

এর আগে, নির্বাচনের ফলাফল ঘোষণাকালে তিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোন সমস্যা সাংবাদিকরা মৌখিকভাবে প্রশাসনকে জানালে তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পজিটিভ ইমেজ তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের আহব্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী সাংবাদিকদের ক্রেস্ট প্রদান করা হয়।