ইবির নতুন প্রক্টর অধ্যাপক মাহবুব

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবির নতুন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান

ইবির নতুন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে আবারো দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। এ নিয়ে তিনি তৃতীয়বারের মত প্রক্টরের দায়িত্ব পেলেন।

নতুন প্রক্টরের দায়িত্ব পাওয়ার বিষয়টি সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি জানান, ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকারী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আনিছুর রহমান গত ২৬ আগস্ট তার পদত্যাগ পত্র জমা দেন। এর প্রেক্ষিতে গতকাল (রোববার) এক জরুরি সভায় তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর সাবেক প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমানকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন কররেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আবারো প্রক্টরের দায়িত্ব দেওয়ার বিষয়টি আমি শুনেছি। কিন্তু এখনি এ পদে যোগদান করব কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি নই। কেননা আমি শারীরিকভাবে খুবই অসুস্থ।’

উল্লেখ্য, এর আগেও অধ্যাপক মাহবুবর রহমান দুই দফায় ৩ বছর ৯ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি বিভাগীয় সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।