ভর্তিযুদ্ধ

ইবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে ১ অক্টোবর

  • ইবি করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর (মঙ্গলবার)। ঐদিন রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১ অক্টোবর রাত ১২টায়। আবেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত উত্তোলন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ নভেম্বর।

এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন মোট ৩৪টি বিভাগে ২৩০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও চারটি ইউনিটে এমসিকিউ'র পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।