ভর্তি পরীক্ষায় জালিয়াতি, সাক্ষাৎকার দিতে এসে ধরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে ভর্তির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার চলাকালে মারুফ রহমান নামে ওই শিক্ষার্থী সন্ধ্যায় ‘ডি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার দিতে যায়। এ সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পরিদর্শকের স্বাক্ষর না থাকায় সন্দেহজনক মনে হওয়ায় ও পরীক্ষার সময়ের হাতের লেখা এবং সাক্ষাৎকারের হাতের লেখায় অমিল পাওয়ায় সাক্ষাৎকার বোর্ডে দায়িত্বরত শিক্ষকরা তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন।

পরে প্রক্টরিয়াল বডির কাছে আটক শিক্ষার্থী জানান, তিনি ভর্তি পরীক্ষায় অংশ নেননি। তার প্রবেশপত্রে অন্য কেউ পরীক্ষা দিয়ে গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন