খালেদার জামিন শুনানি ঘিরে ঢাবিতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবিতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

ঢাবিতে ছাত্রলীগের সতর্ক অবস্থান

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতাদের দাবি, জঙ্গি মাতা খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ছাত্রলীগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফটক মধুর ক্যান্টিন, টিএসসিতে সরেজমিন ছাত্রলীগের সতর্ক অবস্থানের চিত্র দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হলের এক সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদার জামিন শুনানিকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার সম্ভবনা রয়েছে। সেই লক্ষে প্রতিদিনকার চেয়ে আজকে আমরা একটু বেশিই সতর্ক রয়েছি। যেকোন ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্রলীগ সদা প্রস্তুত।

বিজ্ঞাপন

মাস্টারদা সূর্যসেন হল সংসদের জিএস সিয়াম রহমান জানান, দল থেকে নির্দেশনা রয়েছে তাই আমরা নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতা বার্তা২৪.কম-কে বলেন, আমরা বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছি। যদি নেতিবাচক কিছু হয় তাহলে আমরা রাজুতে বিক্ষোভ করব। এসময় ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, সকাল থেকেই ছাত্রলীগের নেতারা রাজু ভাস্কর্য, টিএসসি দখল করে রেখেছে। আমরা আসার পর আমাদেরকে উদ্দ্যেশ্য করে নানা ধরনের কটুবাক্যও করেছে।

ছাত্রলীগের সতর্ক অবস্থান দেখে টিএসসি থেকে শহীদ মিনারের দিকে চলে যেতে দেখা যায় ছাত্রদলকে। সেখানে শুনানির প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে তাদের।