জবিতে শীতকালীন ছুটি শুরু রোববার

  • জবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর (রোববার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর (রবিবার) হতে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর ২৯ ডিসেম্বর-২০১৯ (রবিবার) হতে যথারীতি শুরু হবে।