‘মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রেরণা অসাম্প্রদায়িক চেতনা’

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সভায় বক্তব্য রাখছেন উপাচার্য/ছবি: বার্তা২৪.কম

সভায় বক্তব্য রাখছেন উপাচার্য/ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের পিছনে সবচেয়ে বড় প্রেরণা ছিল অসাম্প্রদায়িক চেতনা। একুশ শতকের পৃথিবীতে সবচেয়ে জরুরি অসাম্প্রদায়িক চেতনা।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় চাহিদা হলো, সবার সঙ্গে অকাতরে মিশতে পারার ক্ষমতা। তাই আমরা সবাই যদি এই অসাম্প্রদায়িক চেতনা লালন করতে পারি, তাহলে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলে একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিময় পৃথিবী গড়ে তুলতে পারবো।’

এ সময় খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিজ্ঞাপন

হলের আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ মামুন, আবাসিক শিক্ষক নাজমুল হুদাসহ হলের আবাসিক শিক্ষার্থারা।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।