ইবিতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত

  • ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরবি ভাষা দিবস উপলক্ষে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

আরবি ভাষা দিবস উপলক্ষে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিভাগীয় সভাপতি (দায়িত্বরত) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক ড. নেসার উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. সাইফুল গনিসহ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে অনুষদ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মু ইউসুফ।

আলোচনা সভায় অতিথিরা বলেন, আরবি ভাষা শুধু মাত্র সাহিত্যের ভাষা নয়, এটি সমগ্র ভাষার প্রাণ। কারণ এই ভাষা অন্য সকল ভাষার সাথে মিশে আছে। আরবি একটি বাণিজ্যিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও জাতিসংঘের দাপ্তরিক ভাষা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান,  অধ্যাপক ড. ওয়াবাইদুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব, অধ্যাপক ড. এ কে এম সামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড কামরুল হাসানস, অধ্যাপক ড. সাইফুল গনি প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক অন্যতম সংস্থা (ইউনেসকো) ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।