ফের ইবির পরিবহন প্রশাসক হলেন ড. রেজওয়ান

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ছবি: সংগৃহীত

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চত করেন।

এ বিষয়ে তিনি জানান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের চলতি মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাকে পুনরায় ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, 'বিগত এক বছর ধরে আমি দায়িত্ব পালন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এ দায়িত্ব করার চেষ্টা করব।'