ঢাবিতে ছাত্রদলের সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাশে কলাভবনের ডিন অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বটতলা ও আশপাশে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে স্থান ত্যাগ করে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাবির অপরাজেয় বাংলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বক্তব্য চলাকালীন এই ককটেল বিস্ফোরণ করা হয় ৷ এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হওয়ার সময়ও একটি ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা এসব করছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি সেখানে একটি ব্যক্তি অপরাজেয় বাংলার পাশে ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলে চড়ে চলে যায়। এ বিষয়ে তদন্ত কমিটি ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করি অতি শিগগিরই এই ককটেল বিস্ফোরণকারী ও এর সঙ্গে জড়িতদের ধরতে সমর্থ হবো।

বিজ্ঞাপন

বারবার ককটেল বিস্ফোরণ ঘটনার প্রতিক্রিয়ায় ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যেভাবে বের করার চেষ্টা করা হচ্ছে তারই পথ আরো সুগম করার লক্ষ্যে একটি বিশেষ চক্র ছাত্রদলকে বিতর্কিত করার পায়তারা করছে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সিসিটিভি সার্কিট থাকার পরও প্রক্টর স্যার এখনও কাউকে শনাক্ত করেনি। আমরা চাই অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টাকারীদের অতি শিগগিরই শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, এর আগে গত ২৬, ২৯ এবং ৩০ ডিসেম্বর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছিলেন।