‘৩০ তারিখেই নির্বাচন, এটি ধর্মগ্রন্থের লিপিবদ্ধ বিষয় নয়’
সিটি নির্বাচন ৩০ তারিখে হতেই হবে এটি কোনো পবিত্র ধর্মগ্রন্থের লিপিবদ্ধ বিষয় নয় বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘আদালত যদি ৩০ তারিখই নির্বাচন হতে হবে এমন একটি সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে সেটি ভিন্ন পরিকল্পনা। কিন্তু এই ৩০ তারিখ নির্ধারণ করা হলো বিষয়টি কোনো অলৌকিক প্রতিষ্ঠান, ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে আসে নাই। পবিত্র ধর্মগ্রন্থেরও লিপিবদ্ধ কোনো বিষয় নয়।’
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজুভাস্কর্যে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘আমি মনে করি ৩০ তারিখ নির্বাচনের তারিখ ঠিক করার আগে নির্বাচন কমিশনকে ভালোভাবে ভাবা উচিত ছিল যে এইদিন কোনো মূল্যবোধ, চেতনার পরিপন্থী হয় কিনা।
আরও পড়ুন: অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ভিসির সংহতি প্রকাশ
তিনি বলেন, ‘বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে পবিত্র সরস্বতী পূজা একটি শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। সব শ্রেণি পেশার মানুষই এটাতে অংশগ্রহণ করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আবেদন আরও গভীর। ফলে নির্বাচন কমিশনের এটি বিবেচনায় নেওয়া উচিত।’
দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর সময় নষ্ট না করে অসাম্প্রদায়িক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। এটি পেছানো, পরিবর্তন সব এখতিয়ার নির্বাচন কমিশনের আছে।’
শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছে উল্লেখ করে ঢাবি ভিসি বলেন, ‘সম্পূর্ণ অহিংসভাবে গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছে। এটি তাদের সম্প্রতি মূল্যবোধের বহিঃপ্রকাশ। তারা একটি অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত করেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: ঢাবিতে অনশন: গুরুতর অসুস্থ ৪, হাসপাতালে ২
শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে বার্তাটি আমাদের দিয়েছে,আমাদের উচিত হবে সে বার্তাটি যেন আমরা দ্রুত গ্রহণ করি। এটি খুবই যৌক্তিক দাবি। এই মহৎ বার্তার সঙ্গে সহমত জ্ঞাপন ছাড়া বিকল্প কোনো চিন্তা করা উচিত না।’
আরও পড়ুন: তাঁবু টানিয়ে শীতের রাতেও অনশন অব্যাহত