আবাসন-পরিবহন সংকট, জাককানইবি'তে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

আবাসন ও পরিবহন সংকট সমাধান এবং মসজিদ-মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে গিয়ে অবস্থান নেয় তারা।

বিজ্ঞাপন
৪টি নিজস্ব বাসের দাবিও জানান শিক্ষার্থীরা

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪টি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা নেই। শুধু বাস নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের জন্য দৃশ্যমান কোনো কিছুই দেখা যায়নি বলে জানান তারা। পাশাপাশি দুটি হলের কাজ প্রায় দু'বছর আগে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৫ দিনের মধ্যে নতুন হলের দাবি জানান শিক্ষার্থীরা

তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নতুন হল বরাদ্দ দিতে হবে, ন্যূনতম ৫টি বাস, দুটি লোগোযুক্ত ডাবল ডেকার তিনটি ভার্সিটি লোগোযুক্ত বাস ১৫ দিনের মধ্যে নিশ্চিত করা, এক সপ্তাহের ভেতরে মসজিদ-মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে। এসবের সমাধান না পেলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।

বিজ্ঞাপন