শাবিপ্রবিতে নোঙরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোঙরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ছবি: বার্তা২৪.কম

নোঙরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ছবি: বার্তা২৪.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সংগীত বিষয়ক সংগঠন নোঙরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টায় একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে সংগঠনের উপদেষ্টা, সাবেক-বর্তমান সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ হয়। পরবর্তীতে লাইব্রেরি ভবনের সামনে কেক কাটা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী প্রক্টর আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান, সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান পাভেলসহ সাবেক-বর্তমান সদস্যরা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাতে ক্যাম্পাসে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৩ সালের ২৬ জানুয়ারি থেকে ‘নোঙর’ যাত্রা শুরু করে।