‘জাতির পিতার নিকট পত্র লিখন, পঠন ও প্রেরণ’ অনুষ্ঠান

  • ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জাতির পিতার নিকট পত্র লিখন, পঠন ও প্রেরণ’ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) ক্যাম্পাসে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লন্ঠন’।

বিজ্ঞাপন

এ উপলক্ষে সকাল ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লণ্ঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

পত্র লিখন প্রতিযোগিতা/ ছবি: বার্তা২৪.কম

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পত্র লিখন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এরপর বঙ্গবন্ধুর উদ্দেশে লেখা পত্র পাঠ এবং চিঠিগুলো বেলুনের সাহায্যে উড়িয়ে দেয়া হয়। লন্ঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।