শাবিপ্রবির প্রথম বর্ষের নবীনবরণ ২ ফেব্রুয়ারি

  • শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম বর্ষের নবীনবরণ আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জানুয়ারি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ও ‘এ’ ইউনিটের নবীনবরণ একই দিন বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের নবীনবরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ‘এ’ ইউনিটের নবীনবরণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া উভয় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন