নোবিপ্রবিতে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষার্থী বহিষ্কার

  • নোবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শ্লীলতাহানির অভিযোগে সামছুদ্দোহা মিরাজ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মিরাজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘শৃঙ্খলাবিধি লঙ্ঘন করে এক ছাত্রীর শ্লীলতাহানি করায় অভিযুক্ত ছাত্রকে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।'

বিজ্ঞাপন