জাবি ছাত্রলীগ সভাপতির রুমে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার রুম লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান জুয়েল রানা।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে এ ঘটনা ঘটে। ঘটনার পরে পুরো রাত আতঙ্কে পার করেন হল এবং শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বার্তা২৪.কমকে বলেন, 'গতকাল রাতে কামাল উদ্দিন হলে আমার রুম (২৫১ নম্বর) লক্ষ্য করে কারা যেন গুলি ছুড়েছে। এর পর থেকে আমি আতঙ্কে সময় পার করছি এবং নিরাপত্তাহীনতায় আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবকিছু অবহিত করেছি।'
তবে কারা এ কাজ করতে পারে এমন প্রশ্নের জবাবে জুয়েল রানা বলেন, 'গত কয়েকদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ তাদের মত কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় কিংবা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোনো নিয়ন্ত্রণ তারা মানছে না। তাদের কেউ এ কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে আমি কেন্দ্রীয় ছাত্রলীগকে সব বিষয়ে জানিয়েছি তারা ব্যবস্থা নিবে বলেছে।'
আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রলীগ নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে শাখা ছাত্রলীগের বিদ্রোহীদের কেউ এই ঘটনা ঘটিয়েছে। তবে বিদ্রোহী গ্রুপের নেতারা বলছেন, তাদের কোনো নেতাকর্মী এই ধরনের কাজের সাথে জড়িত নয়। বরং তাদেরকে ফাঁসানোর জন্য সভাপতি নিজেই এই ঘটনা ঘটিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বার্তা২৪.কমকে বলেন, 'ঘটনাটি শুনলাম। ছাত্রলীগ সভাপতির রুম লক্ষ্যে করে যে বা যারা এ কাজটি করেছে তারা অত্যন্ত খারাপ কাজ করেছে। আমি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো কারা করতে পারে। ছাত্রলীগের কোনো অংশ যদি এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক নেই, সেই শূন্যতা ত আছেই। এ অবস্থায় আমরা ছাত্রলীগের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কমিটি অথবা সেক্রেটারি যেহেতু নেই সেহেতু ভারপ্রাপ্ত কমিটি দেওয়ার কথা ভাবছি।'
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ-উল-হাসান গণমাধ্যমকে বলেন, 'বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারেনা। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব।'
প্রসঙ্গত, গত ছয়মাস ধরে সাধারণ সম্পাদক ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিকে ক্যাম্পাস ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি, ছয় মাস আগে ক্যাম্পাস থেকে সাধারণ সম্পাদকের লাপাত্তা হয়ে যাওয়া, সংকটময় মূহুর্তে সভাপতিকে পাশে না পাওয়া ও তার বিরুদ্ধে একনায়কতান্ত্রিক মনোভাবের অভিযোগ এনে সভাপতি জুয়েল রানার প্রতি এ অনাস্থা জানানা তারা।