বিডিইউতে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিডিইউতে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু, ছবি: বার্তা২৪.কম

বিডিইউতে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু, ছবি: বার্তা২৪.কম

দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সামনে ক্ষণগণনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতার স্মৃতিচারণ করে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, 'বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। জাতির পিতার সংগ্রামী জীবনের ইতিহাস ও জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুজিব বর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মুজিব বর্ষে পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।'

বিজ্ঞাপন