কুয়েটে মিনিবাস ও মাইক্র‌োবাস উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

মিনিবাস ও মাইক্র‌োবাস উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন

মিনিবাস ও মাইক্র‌োবাস উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জন্য দুটি নতুন এসি মিনিবাস ও দুটি মাইক্রোবাস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখার সম্মুখে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে দুটি মিনিবাস ও দুইটি মাইক্রোবাস যোগ হওয়ায় পরিবহন সংকট অনেকাংশে লাঘব হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, যানবাহন কর্মকর্তা প্রকৌশলী মো. রুহুল আমিন এবং সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মুফতি জুবায়ের হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।