গুচ্ছ পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত ডাকসুর

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সভা শেষে ডাকসু সদস্যরা/ ছবি: বার্তা২৪.কম

সভা শেষে ডাকসু সদস্যরা/ ছবি: বার্তা২৪.কম

গুচ্ছ পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য রক্ষার স্বার্থে সম্পূর্ণ স্বকীয়তা বজায় রেখে পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ডাকসুর কার্য নির্বাহী সভা শেষে একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রেখে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে। এর আগে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে ডাকসুর নির্বাহী সভায় ডাকসু প্রতিনিধিরা গুচ্ছ পরীক্ষার বিরোধিতা করেছেন। পরে উপাচার্যও সম্মতিও প্রকাশ করেছেন।

এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয় ডাকসুর কার্যনির্বাহী এ সভা চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সমন্বিত পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়।