জবিতে জেন্ডার বৈষম্য নিয়ে পোস্টার প্রদর্শনী

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জবিতে জেন্ডার বৈষম্য এবং মানবাধিকার নিয়ে পোস্টার প্রদর্শনী/ছবি: বার্তা২৪.কম

জবিতে জেন্ডার বৈষম্য এবং মানবাধিকার নিয়ে পোস্টার প্রদর্শনী/ছবি: বার্তা২৪.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জেন্ডার বৈষম্য এবং মানবাধিকার ও আইন বিষয়ে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শরীর চর্চা কেন্দ্রের উন্মুক্ত স্থানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিজ্ঞাপন

নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা শুভ্রার তত্ত্বাবধানে মানবাধিকার ও আইন এবং জেন্ডার ও বৈষম্য বিষয়ে বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হয়। জবি ও ব্লাস্ট-প্রীতি প্রজেক্টের চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান ও আইন বিভাগের সমন্বয়ে গঠিত সেইফ স্পেস নামক একটি দল এতে অংশগ্রহণ করে।

এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, কমর্কর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন