যুবাদের খেলা দেখতে টিএসসি যেন মিনি স্টেডিয়াম

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন মিনি স্টেডিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন মিনি স্টেডিয়াম

বাংলাদেশ-ভারত খেলা মানেই যেন এক অন্যরকম চমকের অপেক্ষা। বাইশ গজে যেমন থাকে টানটান উত্তেজনা, তেমনি দেশব্যাপী থাকে তার চেয়ে বেশি উত্তেজনা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন রূপ বদল করে হয়েছে এক মিনি স্টেডিয়াম । একটু পর পর খেলা প্রেমীদের হৈ-হুল্লোড় ধ্বনিতে মুখরিত ছাত্র শিক্ষক কেন্দ্র। কানায় কানায় পরিপূর্ণ দর্শক। সবার চোখ বড় পর্দায়। থেমে থেমে উত্তেজনা আর দেশ প্রেমের জানান দিচ্ছেন সবাই ভারতের উইকেট পতনের পর বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

যুবাদের প্রতি ভালোবাসা জানিয়ে খেলা প্রেমী ইয়াছিন মোল্লা বলেন, ভারতের সাথে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে আমরা জয় পাই না। অনূর্ধ্ব-১৯ এর মতো এমন একটি ফাইনালে তাই আশাটা অনেক বড়।

টিএসসিতে বড় পর্দায় খেলার আয়োজন ঢাবির স্বতন্ত্র বৈশিষ্ট উল্লেখ করে রিয়াজ হাসান বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ কিছু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে। খেলার সাথে আমাদের এক আত্মার সম্পর্ক রয়েছে। এ আয়োজন আমাদের খেলার প্রতি ভালোবাসাকে আরও উদ্বুদ্ধ করবে।

বিজ্ঞাপন

এছাড়া পর্দায় খেলা দেখতে দাঁড়িয়ে থাকা খেলা প্রেমীরাও আকবর আলীদের প্রতি ভালোবাসা জানিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা পোষণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজনে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।