ঢাবিতে ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স সপ্তাহ শুরু

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবিতে ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স সপ্তাহ শুরু, ছবি: বার্তা২৪.কম

ঢাবিতে ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স সপ্তাহ শুরু, ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্গত ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের উদ্যোগে 'ইনস্যুরেন্স সপ্তাহ২০২০' শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিয়লী রুবায়াতুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাইন উদ্দিন সহ বিভাগের শিক্ষকবৃন্দ। সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে খেলা-ধুলা,নাচ-গান, আবৃত্তি, কুইজ, বিতর্ক, কেইজ স্টাডিসহ নানা ধরণের সাংস্কৃতিক আয়োজন।

শিবলী রুবায়াতুল ইসলাম শিক্ষার্থীদের কো কারিকুলাম অ্যাক্টিবিটিজের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সময়ে টিকে থাকতে হলে সব ধরনের সাংস্কৃতিক আয়োজনে নিজেকে জড়িত রাখতে হবে। মাল্টি ট্যালেন্ট হতে হবে। এছাড়া সুনাগরিক হতে হলে সাংস্কৃতিক অংশগ্রহণের বিপরীত নাই বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন