জাবিতে চলছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাবিতে চলছে নাট্যোৎসব, ছবি: বার্তা২৪.কম

জাবিতে চলছে নাট্যোৎসব, ছবি: বার্তা২৪.কম

‘ঐতিহ্যের দ্রোহী মননে, আগামীর আবাহনে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থিয়েটারের (অডিটোরিয়াম) ৪০ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘গোলাপজল’ নাটকের মাধ্যমে ঐতিহ্যের চার দশক পূর্তি উৎসব-২০২০ শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন থিয়েটার আর্ট ইউনিটের দল প্রধান রোকেয়া রফিক বেবি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দীপ প্রমুখ।

১০ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে।

বিজ্ঞাপন

আয়োজনের দ্বিতীয় দিন সোমবার বাতিঘরের প্রযোজনায় নাটক ‘রেডিক্লিফ লাইন’, তৃতীয় দিন মঙ্গলবার জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘চিলেকোঠার সেপাই’, চতুর্থ দিন বুধবার মনিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘হ্যাপি ডেজ’, পঞ্চম দিন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় নাটক ‘দ্য এক্সিডেন্টাল ডেথ অব অ্যান এনার্কিস্ট’, অষ্টম দিন রোববার প্রাচ্যনাট্যের প্রযোজনায় নাটক ‘খোয়াবনামা’ ও নবম দিন সোমবার জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘মলুয়া সুন্দরী’।

এছাড়া উৎসবের ষষ্ঠ দিন শুক্রবার জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী ও সপ্তম দিন শনিবার জাহাঙ্গীরনগর থিয়েটারের গানের প্রযোজনা ‘মধ্যরাতের কবিতা ও গান’ পরিবেশিত হবে। উৎসবের শেষদিন মঙ্গলবার অনুষ্ঠিত হবে মালেক বয়াতির পরিবেশনায় পালাগান।