বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য-শিক্ষক অবরুদ্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ইতিহাস বিভাগ বহাল রাখার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

ইতিহাস বিভাগ বহাল রাখার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একটি রুমে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে তাদেরকে ভেতরে রেখে বাইরে থেকে দরজা তালা বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৯ মার্চ) দুপুরেও ইতিহাস বিভাগ বহাল রাখার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রুমে অবরুদ্ধ করে রাখার বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জানান, তারা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মুজির জন্ম শতবর্ষ পালন বিষয়ে অ্যাকাডেমিক ভবনের সম্মেলন কক্ষে (৫০১) মিটিং করছিলেন। হঠাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদেরকে মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বিষয়টি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইতিহাস বিভাগ অনুমোদন বহালের দাবিতে গত ২১ ফেব্রুয়ারি আন্দোলন করে শিক্ষার্থীরা। ওই সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক তদন্ত কমিটি গঠন করায় শিক্ষার্থীরা ৫ মার্চের মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে। কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে না নেয়ায় গত ৬ মার্চ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে তাদের শিবির কর্মী বলায় এবং হলের সিট বাতিলের হুমকি দেয়ায় ভারপ্রাপ্ত উপাচার্যসহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

বিজ্ঞাপন