দিনে ৫০ জন শ্রমিককে নিত্যপণ্য দিচ্ছেন ডাকসু নেতা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রমিকদের পণ্য দিচ্ছেন ডাকসু নেতা

শ্রমিকদের পণ্য দিচ্ছেন ডাকসু নেতা

দেশব্যাপী করোনার ছোবলে বন্ধ হয়ে গেছে প্রায় সব ধরনের শ্রমজীবী মানুষের আয়ের উৎস। দেশের এ সংকট মূহুর্তে প্রতিদিন ৫০ জন শ্রমজীবী মানুষকে নিত্যপণ্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত।

বন্ধু ও বড় ভাইদের সহযোগিতায়, গত ২৪ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন স্পটে নিত্যপণ্য বিতরণের এ স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

চাল, আলু, পেঁয়াজ প্যাকেটজাত করে প্রথম দিন বিতরণ করেছেন রাজধানীর হাতিরপুল এলাকায়, দ্বিতীয় দিন গুলিস্তানে। শুরুটা নিজের অর্থায়নে করলেও পরে বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও বড় ভাইরা এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন সৈকত। আরও সহযোগিতা পেলে পুরো খারাপ সময়টাতে শ্রমজীবী মানুষের পাশে থাকতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জানতে চাইলে সৈকত বার্তা২৪.কম-কে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। কর্মহীন নিম্নবিত্ত ৫০ পরিবারের পাশে প্রতিদিন আমি খাবার নিয়ে থাকবো ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, এভাবে প্রতিদিন টিএসসি থেকে ২ কেজি চাল, আলু, পেঁয়াজ প্যাকেট করে বিভিন্ন জায়গায় বিলি করা হচ্ছে। আপনার ইচ্ছা থাকলেও বের হতে পারছেন না, তাহলে আমাদের সহযোগিতা করতে পারেন। সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহযোগিতা করছে উৎসর্গ ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকলেও বন্ধুর বাসায় থেকে এ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান সৈকত। এসময় কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগের আহ্বান করেন তিনি।