একশ অসহায় পরিবারের পাশে শেকৃবি

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনা সংকটে অসহায় হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া জনগোষ্ঠী। আর তাদেরই সাহায্যে পাশে দাঁড়িয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছে ত্রাণ তহবিল। আর এই তহবিলের অর্থ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে অসহায় মানুষের প্রতি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আগারগাঁও বস্তি, বিএনপি বস্তি, পাকা মার্কেট, ৬০ ফিটসহ পুরো শেরেবাংলা নগর থানা ঘুরে ঘুরে যাদের অসহায় মনে হয়েছে, তাদের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে ত্রাণ বিতরণ কমিটি।

কমিটির সদস্য কামরুল ইসলাম তারেক জানান, আমরা প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। দেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় তারেক তার সহযোগী জাকিরুল ইসলাম অপু, শাখাওয়াত হোসাইন, আবু নোমান সায়েম সহসকলকে ধন্যবাদ জানান। আর ত্রাণ বিতরণে পৃষ্ঠপোষকতা করার জন্য অধ্যাপক মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক ড. মো. কে বি এম সাইফুল, সহকারী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান, প্রভাষক মীর মোহাম্মদ আলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।