করোনা রোধে রাবি ছাত্রলীগের বিভিন্ন সামগ্রী বিতরণ
মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২৯ মার্চ) দুপুরে নগরীর নওহাটা পৌর এলাকায় তারা এসব সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নওহাটা পৌর এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার, ১ হাজার মাস্ক ও ৫০০ সাবান বিতরণ করেন। এছাড়া রাস্তাঘাট ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালান তারা।
বিতরণ কার্যক্রমের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিশ্বব্যাপী করোনা যে আতঙ্কের সৃষ্টি করছে, সেটি প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে একটি আজকের বিতরণ কর্মসূচি। আমরা সাধারণ মানুষদের বুঝিয়েছি করোনা থেকে রক্ষা পেতে সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, তৌহিদ মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ দলের বিভিন্ন সদস্যরা।