করোনায় শাবিপ্রবির শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে

  • শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের সব প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামী দু-এক দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক তা আমরা কোনোভাবেই চাই না। করোনার প্রভাবে শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়টি পুনরায় সেশনজটে পড়তে পারে। সে লক্ষ্যে ইউজিসির নির্দেশনা অনুসারে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শাবিপ্রবি ভিসি আরও বলেন, ‘এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা এরইমধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি সমন্বয় করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

অধ্যাপক মুমিন বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে এর আগে পরীক্ষামূলকভাবে কাজ করেছি। আমরা আশাবাদী বিষয়টি সফলতার সঙ্গেই কাজ করবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি বিভাগ এরইমধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষকরা ক্লাস নেওয়ার ক্ষেত্রে জুম, সিসকো ওয়েবেক্স, গুগল মিট ও বিভিন্ন উপকরণ শেয়ারের জন্য গুগল ক্লাসরুম ব্যবহার করছেন।