করোনা মোকাবিলায় রাবি দিচ্ছে কোটি টাকা

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান’র বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এম এ বারী।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, পৃথিবীজুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে। এটির সংক্রমণ রোধে এখন সবাই বাড়িতে অবস্থান করছে। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা করা জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। তাই দুর্যোগকালে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় পাস হয়।