বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডেস নিয়োগের জন্য বাংলাদেশিদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ও লেভেলের প্রার্থীদের পাঁচ বিষয়ের গড় 'ডি' এবং এ লেভেলের দুই বিষয়ের গড় 'ডি' থাকতে হবে।
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৮ সে.মি, মহিলা প্রার্থীদের কমপক্ষে ১৫৮ সে.মি. হতে হবে। বিএমআই অনুযায়ী উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। ১০ জুন ২০১৯ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। মহিলা প্রার্থীদের অবিবাহিত হতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে।
বেতনস্কেল
নিয়োগপ্রাপ্তদের ১৫,৯০০-৩৮,৪০০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী আনুষঙ্গিক ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীরা অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটের bbal.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ মে সকাল ১০টা থেকে ১০ জুন পর্যন্ত।