ফার্মাসিস্ট নিয়ােগ পরীক্ষা ২৫ অক্টোবর

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তাটুয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য অধিদপ্তর লোগো

স্বাস্থ্য অধিদপ্তর লোগো

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ফার্মাসিস্ট পদের স্থগিতকৃত নিয়ােগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শহিদ মােঃ সাদিকুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফার্মাসিস্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হইবে। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকায় পরীক্ষা নেয়া হবে।

বিজ্ঞাপন

প্রার্থীদের অনুকূলে নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হইবে না। পূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ২১ জুন ফার্মাসিস্ট পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিলো।