স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২৮ নভেম্বর

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর (পুর) পদে নিয়োগের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

আগামী ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

বিজ্ঞাপন

পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পূর্ণমান ১০০ নম্বর। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় কোনাে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

প্রার্থীেদর bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলােডকৃত প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষার সময় সাথে আনতে হবে।

বিজ্ঞাপন

পরীক্ষা হলে মােবাইল ফোন, কোনাে ধরনের ইলেকট্রনিক্স যােগাযােগ যন্ত্র, হাতঘড়ি, বই পুস্তক, ব্যাগ সাথে আনা যাবে না।