৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ ডিসেম্বর সকাল ১০ টায়। চলবে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন

৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯০৫ জনকে নেয়া হবে। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ১৪০ জনসহ প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জনকে নিয়োগ দেয়া হবে। 

আগামী বছরের মার্চ মাসে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর, English Language and Literature অংশে ৩৫ নম্বর, বাংলাদেশ বিষয়াবলী ৩০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বর, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞান ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তি ১৫ নম্বর, মানসিক দক্ষতা ১৫ নম্বর, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন আসবে। 

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন

৪১তম বিসিএস : কোন ক্যাডারে কত পদ