দক্ষিণ সিটি কর্পোরেশনের মৌখিক পরীক্ষার সময়সূচি

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লোগো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লোগো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত পদে কর্মকর্তা নিয়ােগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। 

সহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপসহকারী প্রকৌশলী (পুর) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সহকারী প্রকৌশলী (পুর) পদের পরীক্ষা সকাল ১০টা থেকে, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের দুপুর ১২টা থেকে এবং উপসহকারী প্রকৌশলী (পুর) পদের পরীক্ষা বিকাল ৩টা থেকে শুরু হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র উইং সভা কক্ষে পরীক্ষা নেয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের মূল কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়ােগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।

বিজ্ঞাপন