শুরু হলো দু’দিনব্যাপী আন্তজার্তিক স্টিল কনফারেন্স

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স।

বাংলাদেশের উৎপাদিত উন্নতমানের স্টিল সম্পর্কে ধারণা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষে  নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ'র মেজবান হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টিল কনফারেন্স। এতে বিশ্বের ১৯টি দেশ অংশ নেয়।

স্টিল ইউজারস ফেডারেশন অব ইন্ডিয়ার (সুফি) সহযোগিতায় মুম্বাইয়ের স্টিল গ্রুপ এ কনফারেন্সের আয়োজন করে।

বিজ্ঞাপন

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

গেস্ট অব অনার ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/05/1536141851309.jpg

তিনি বলেন, মানসম্পন্ন স্টিল উন্নয়নের পূর্ব শর্ত। বাংলাদেশে উন্নয়নের চলমান মহাযজ্ঞের কারণে স্টিলের চাহিদা ও উৎপাদন দুটোই বেড়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক আমির হোসেন সোহেল, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির আলী হোসাইন, নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মারজানুর রহমান, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আইনুল হক প্রমুখ।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, জাপান, ভিয়েতনাম, রাশিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টিল খাতের প্রতিনিধিরা কনফারেন্সে অংশ নিচ্ছেন।

কনফারেন্সকে ঘিরে বিভিন্ন দেশের যন্ত্রপাতি সরবরাহকারী, পরামর্শক, উৎপাদক, ব্যবহারকারী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল দেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কারি মোহাম্মদ ইব্রাহিম। উপস্থাপনায় ছিলেন স্মিতা চৌধুরী।

দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে লোহা ও স্টিলের বিশ্ব বাজার পরিস্থিতি, সর্বশেষ প্রযুক্তি, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ, সমাধান, স্ক্র্যাপ হ্যান্ডলিং ও রিসাইক্লিং, মার্কেট ট্রেন্ড, ঝুঁকি ইত্যাদি  বিষয়ভিত্তিক আলোচনা।