একদিন পর সচল বাংলাবান্ধা স্থলবন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এক দিন ভারত, বাংলাদেশ ও নেপালের সঙ্গে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

রোববার (২ মে) পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, মহান মে দিবস উপলক্ষে শনিবার (১ মে) ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। 

পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, মে দিবস উপলক্ষে শনিবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রোববার সকাল থেকে পুনরায় স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু করা হয়েছে। 

বিজ্ঞাপন