এলপি গ্যাসের সিলিন্ডার প্রতি দর কমলো ৬৪ টাকা
বেসরকারি এলপি গ্যাসের সিলিন্ডারের (১২ কেজি) নতুন দর ৮৪২ টাকা পুনঃনির্ধারণ করলো বিইআরসি, যা গতমাসে ছিল ৯০৬ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর জুন মাসের শুরু থেকে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ মে) বিইআরসির নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।
গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎগ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। মার্চের সিপি(সৌদী আরামকো কন্ট্রাক্ট প্রাইস)দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব প্রথম থেকেই আপত্তি করে যাচ্ছে। তখন প্রতিমাসে নিয়মিত দর পুনঃনির্ধারণ করে যাচ্ছে বিইআরসি। সেই দর খুব একটা কার্যকর হওয়ার খবর মিলছে না। বিক্রেতাদের খেয়াল-খুশির উপর নির্ভর করছে। কোথায় বেশি আর কোথাও কম দামে বিক্রির খবর পাওয়া গেছে। তবে দর ঘোষণার পূর্বে যতোটা বিশৃঙ্খলা ছিল সেটি আর লক্ষণীয় নয়।