সোনার দোকানে নিরাপত্তা জোরদার দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সকল স্পর্শকাতর জুয়েলারি দোকান ও মার্কেটের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে সমিতি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে একসঙ্গে ১৭টি সোনার দোকানে ডাকাতি ঘটনার পরিপ্রেক্ষিতে সমিতির নেতারা এই অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতির ঘটনায় নয়ারহাটের সাধারণ জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে। একসঙ্গে ১৭টি সোনার দোকানে ডাকাতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।

বিজ্ঞাপন