ডিসেম্বরের মধ্যেই শোধ করতে হবে ঋণ, না হলে খেলাপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে ঋণের কিস্তি পরিশোধে যে ‘বিশেষ’ সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তা আর থাকছে না। ফলে চলতি ডিসেম্বরের মধ্যেই ঋণের কিস্তি পরিশোধ করছে হবে। না হলে আগামী জানুয়ারি থেকে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ঋণ পরিশোধের বিশেষ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেদিকে আর হাঁটছে না। যার ফলে ব্যবসায়ীদের চলতি ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে।

চলতি ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করলে খেলাপি না হওয়ার সুয়োগ ছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর ঋণ পরিশোধ না করলেই গ্রাহক খেলাপিতে পরিণত হবেন।

বিজ্ঞাপন