এখন থেকে রিকশা ভাড়া দেওয়া যাবে ফোনেই

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাতে থাকা ফোন থেকেই এখন থেকে রিকশা ভাড়া দেওয়া যাবে।

হাতে থাকা ফোন থেকেই এখন থেকে রিকশা ভাড়া দেওয়া যাবে।

রিকশা থেকে নেমেই রিকশাযাত্রীকে এখন আর মানিব্যাগের টাকা খুঁজতে হবে না। হাতে থাকা ফোন থেকেই এখন থেকে রিকশা ভাড়া দেওয়া যাবে। এদিকে রিকশাচালকও ভাংতির চিন্তা না করে খুব সহজে নিজের ফোনে পেয়ে যাবেন ভাড়া। দেশে এই লেনদেনের সূচনা করেছে ট্রাস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে ৩০০টি রিকশার সঙ্গে পরীক্ষামূলক এ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্যাপ হলো ট্রাস্ট ব্যাংক এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের যৌথ উদ্যোগে গঠিত একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস। ট্যাপের নতুন কর্মসূচির আওতায় ৩০০ রিকশাচালককে একটি করে কিউআর কোড সংবলিত কার্ড দেওয়া হয়েছে। ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে রিকশাচালকের ওয়ালেটে ভাড়া পরিশোধ করতে পারবেন যাত্রীরা। রিকশাচালক প্রত্যেক যাত্রীর ভাড়ার সঙ্গে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ট্যাপ থেকে অতিরিক্ত ১০ টাকা বোনাস পাবেন। যে কোনো ট্যাপ এজেন্ট থেকে সেটি ক্যাশ আউট করে নিতে পারবেন। এ সময়ে যাত্রীরাও ট্যাপে পরিশোধ করে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

বিজ্ঞাপন

গ্রাহকদের নিরাপদ সেবা দিতে গত ২৮ জুলাই ট্যাপের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। একজন গ্রাহক শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে রেজিস্ট্রেশন করে এ সেবা নিতে পারেন। এর মাধ্যমে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, সেনাবাহিনীর নিয়োগ-সংক্রান্ত ফি, রেমিট্যান্স গ্রহণ, মার্চেন্ট পেমেন্ট, ইন্টারনেট বিল, টিভি বা ডিটিএইচ বিল, ইন্ডিয়ান ভিসা ফি, জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি, ডোনেশনসহ সব ধরনের মোবাইল ফোন অপারেটরের রিচার্জ করা যায়।