সোনার ভরি ৭৪ হাজার ৯৯৯ টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৭৪ হাজার ৯৯৯ টাকা।

সোনার নতুন দর বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল‍্য নির্ধারণ ও মূল‍্য পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৭৪ হাজার ৯৯৯ টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৬১ হাজার ৮১৯ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ৫১ হাজার ২০৫ টাকা। তবে রুপার দাম বাড়েনি।

বিজ্ঞাপন

সোনার মূল্য বাড়লেও রুপা আগের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ৯৩৩ টাকা।

এর আগে, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এটি গত ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। আজ বুধবার পর্যন্ত ওই দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম বিক্রি হচ্ছে ৭৩ হাজার ১৩৩ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯১৩ টাকা।