সূচকের সঙ্গে কমল লেনদেনও
টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পার করার পর সোমবার (২৫ এপ্রিল) শেয়ারবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদের শুরু থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। প্রথম আধঘণ্টার লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স কমে যায় ১৬ পয়েন্ট। এরপর বেলা ১২টার দিকে ধারাবাহিক উত্থান দেখা গেলেও শেষ সময়ের পতনে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। দিনশেষে ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার ও ইউনিটের দর।
সোমবার ডিএসইতে ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয় ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে আজ কমেছে ৩০২ কোটি ৮২ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি হলো- আইপিডিসি, বেক্সিমকো লি., ওরিয়ন ফার্মা, বিএসসি, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্রভাতী ইন্সুরেন্স, ডরিন পাওয়ার, বিডি কম ও লাফার্জহোলসিম।
দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., রিলায়েন্স ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মনোস্পুল পেপার, জেমিনী সি ফুড, জেএমআই হসপিটাল, পেপার প্রসেসিং, বিআইএফসি, জিবিবি পাওয়ার, হাওয়া অয়েল টেক্স, ভিএফএসটিডিএল, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড ও বীকন ফার্মা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।