সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে পতন হলেও দ্বিতীয় কার্যদিবস রোববার (৮ মে) উত্থান হয়েছে। দীর্ঘ ২১ দিন পর আজ লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছি। একই সঙ্গে বেড়েছে সূচকও।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

বিজ্ঞাপন

আজ ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

রোববার ডিএসইতে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ বাজারটিতে ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।