দেশে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দেশে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

দেশে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

মে মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী গত ৮ বছরের মধ্যে দেশে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি।আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে মূল্যস্ফীতির এ হার সর্বোচ্চ।

এর আগে ২০১৪ সালের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞাপন

বিবিএস এর তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩০ শতাংশ আর খাদ্য বহির্ভূত খাতে ৬ দশমিক ০৮ শতাংশ। এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে, তবে খাদ্য বহির্ভূত খাতে কমেছে।

গত এপ্রিলে মূল্যস্ফীতি গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ২৯ শতাংশ ছিল। এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ আর খাদ্য বহির্ভূত খাতে ৬ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞাপন