পদত্যাগ করলেন ডিএসইর এমডি তারিক আমিন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউনূসুর রহমানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনূসুর রহমান।
এর আগে, তার বিরুদ্ধে পছন্দের লোকদের পদোন্নতি, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ উঠে। দেশের বিভিন্ন গণমাধ্যেমে তা নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
জানা গেছে, এমডি ও পরিচালনা পর্ষদের দূরত্বে দেশের বৃহত্তম শেয়ারবাজার ডিএসইতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানে পছন্দের কর্মকর্তাদের গণপদোন্নতি দেওয়া হলে জরুরি বৈঠক করে সোমবার তা আটকে দেয় পরিচালনা পর্ষদ। কিন্তু পর্ষদের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে মঙ্গলবার সকালে পদোন্নতির ঘোষণা দেন তারিক আমিন। এ নিয়ে দিনভর চলে আলোচনা সমালোচনা। এর মধ্যে তিনি আজ রাতে পদত্যাগ করেন।
গত বছরের ২৫ জুলাই প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়া যোগদান করেন তিনি। ওই বছর ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পর্ষদ তাকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি ফ্রেন্ডশিপ এনজিও’র আইটি অ্যাডভাইজার এবং অস্ট্রেলিয়ার হ্যাশক্লাউড পিটিওয়াই লিমিটেডের প্রতিষ্ঠাতা সিইও এবং সিটিপিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হ্যাশক্লাউড বাংলাদেশ লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।