এক সপ্তাহ গ্যাস সংকট থাকতে পারে যেসব এলাকায়

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণাঞ্চল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে এলাকায় টানা ৭দিন গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ থাকতে পারে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মহানগরীর দক্ষিণের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন/স্বপ্নচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ (৩০ ইঞ্চি ব্যাস) ৬০ কি.মি. উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

জিটিসিএল কর্তৃক এই কাজ চলবে ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।